English

25 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

কনকচাঁপার টুকরো স্মৃতিতে এন্ড্রু কিশোর

- Advertisements -

১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। এর মধ্যে জনপ্রিয় আর কালজয়ী গানের তালিকাও এতো লম্বা যে, অনেক শিল্পীর গোটা ক্যারিয়ারের চেয়ে তা ভারি। আর তাই যথার্থভাবে তাকেই বলা হয় প্লেব্যাক সম্রাট। আজ কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর প্রস্থানের পাঁচ বছর পূর্ণ হলো। বছর ঘুরে এমন দিন এলেই তার জন্য মন কেঁদে ওঠে শ্রোতা ও সহশিল্পীদের।

এন্ড্রু কিশোরের বর্ণীল ক্যারিয়ারের অন্যতম সহশিল্পী কনকচাঁপা। তারা জুটি বেঁধে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক সম্রাটের মৃত্যুদিনে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে এই গায়িকা জানালেন প্রতিক্রিয়া।

সোফায় দুইজন বসে থাকা একটি ছবি পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, ‘ভাবতেই অবাক লাগে কি নির্ভার, কী প্রশ্রয়ে এমন চুলার পাড়ের বিলাইয়ের মতো করে বড় ভাইয়ের সোফার হাতলে বসে ছিলাম আনন্দে। এমনই বড় ভাই ছোট বোন সম্পর্ক ছিল আমাদের। তাঁর গানের সৌকর্য সৌন্দর্য কোয়ালিটি নিয়ে কথা না বললেও চলে। কিন্তু তিনি মানুষ হিসেবে কতটা আন্তরিক ছিলেন তা এই ছবিই বলে দেয়!’

তিনি আরও লিখেছেন, ‘পাঁচ বছর হয়ে গেলো! আশ্চর্য! অথচ তাকে ছাড়া বাংলাদেশ গানপ্রেমী মানুষের একদিন ও কি চলে! স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোর’দা।’

কনকচাঁপার সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন তাদের মনে কথা। পলাশী আক্তার লিখেছেন, ‘আহ! কি জুটিটাই না ছিল এন্ড্রু কিশোর স্যার আর কনকচাঁপা ম্যামের। আর কোনদিন আসবে না এমন জুটি এবং সুন্দর সুন্দর নতুন গান।’ রিপন রানা নামের একজন লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয় প্রিয় এন্ডু কিশোর স্যারকে অনেক মিস করি।’ গৌরী দাস দোলা লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা। অবিরাম ভালোবাসা, যার শুনতে শুনতে লিখতে পারি মনের মাধুরী মিশিয়ে স্রষ্টা তুমি তাকে ভালো রেখো তোমার কাছে।’ শাহেদ আল সালেক লিখেছেন, ‘লিজেন্ড। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বাঙালির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’ শাহাবুদ্দিন ভূঁইয়া লিখেছেন, ‘ওনার অধিকাংশ গানই আমার মুখস্ত আছে কেন জানি ওনার গানের ভিতরে অনেক কিছু খুজে পাই।’

মূলত সিনেমার গানের শিল্পী (প্লেব্যাক গায়ক) হিসেবে কালজয়ী এন্ড্রু কিশোর। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমায় আলম খানের সুরে প্রথম গান করেন তিনি। তবে শ্রোতামহলে তার কণ্ঠ ছড়িয়ে পড়ে ১৯৭৯ সালের ‘প্রতিজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে।

তার গাওয়া কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘তুমি আমার কত চেনা’, ‘সব সখিরে পার করিতে’, ‘ও সাথীরে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আকাশেতে লক্ষ তারা’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’ ইত্যাদি।

শ্রেষ্ঠ গায়ক হিসেবে এন্ড্রু কিশোর ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারও রয়েছে তার অর্জনের খাতায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nvtp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন