English

22 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

কবে আসছে ‘হেরা ফেরি ৩’? জানালেন পরেশ রাওয়াল

- Advertisements -
বলিউডের অন্যতম ব্যবসাসফল ও প্রচন্ড জনপ্রিয় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। শুধু ‘হেরা ফেরি’ নয়, এর অন্যতম চরিত্র রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেঠি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল) চরিত্রগুলোও ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। তাই সিনেমাটির তৃতীয় পর্ব ‘হেরা ফেরি ৩’ কে ঘিরে আড্ডা কখনই শেষ হয় না। কয়েকমাস পরপরই ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটির প্রসঙ্গে নতুন অনুমান এবং কথাবার্তা ওঠে আসে।
তবে সিনেমাটি নির্মাণের ঘোষণা ইতোমধ্যেই দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। আর প্রথম দুই কিস্তির প্রধান চরিত্র অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়েই তৈরি হবে ‘হেরা ফেরি ৩।’ তবে কবে আসবে সিনেমাটি? এ প্রসঙ্গে নির্দিষ্ট তথ্য দিলেন অভিনেতা পরেশ রাওয়াল। ‘হেরা ফেরি ৩’ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘হেরা ফেরি ৩ আগামী বছরই আসবে।
হয়তো ২০২৪ এর শেষ দিকেই। আগামী বছরই শুটিং শুরু হবে। ‘ওয়েলকাম ৩’ সিনেমার শুটিং এই বছরের শেষেই শুরু হয়ে যাবে। ওটা মে জুনের দিকে মুক্তি পেতে পারে।
এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে পরেশের ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’। এটি ভারতীয় বাংলা সিনেমা পোস্ত-এর অফিসিয়াল রিমেক। মুল সিনেমাটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’ সম্পর্কে পরেশ রাওয়াল ববলেন, ‘আমি ইচ্ছে করেই পোস্ত সিনেমাটি দেখিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুব বড় ভক্ত আমি।
তাঁর অভিনয় দেখলে উনি ওই সিনেমায় যা যা করেছিলেন আমিও তাই তাই করতাম। সেখান থেকে বেরিয়ে নতুনত্ব কিছু দিতে পারতাম না। সিনেমার গল্পটা দারুণ। দাদু আর নাতির যে সম্পর্ক, যে ইমোশনাল টান সেটা এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। পরিবারের সবার সঙ্গে দেখার মতো একটা সিনেমা।’
আগামীতে পরেশ রাওয়ালকে একাধিক চলচ্চিত্রে দেখা যাবে। একাধিক সিক্যুয়েলে ফিরছেন অভিনেতা। যার মধ্যে অন্যতম হল ‘হেরা ফেরি ৩’। সিনেমাটিতে তিনি আবার বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে অভিনয় করবেন। এরপর ‘ওয়েলকাম ৩’তে তাকে দেখা যাবে ডক্টর ঘুংরুর চরিত্রে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y2xc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

খালেদা জিয়া আইসিইউতে

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন