English

28 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
- Advertisement -

করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া আহসান

- Advertisements -

নাসিম রুমি: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা থেকে কলকাতা দুই বাংলার পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি ঢাকা এবং কলকাতার মধ্যে বছরজুড়েই তার যাতায়াত লেগেই থাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী।

প্রায় দিনই তার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে থাকেন তিনি। এবার তিনি জানালেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলতেই এমন কথা জানালেন জয়া আহসান।

এ সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয়, বিগবি শাহেন শাহ অমিতাভ বচ্চন, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতার কথাও উঠে এসেছে।

পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি। আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

এছাড়াও বলিউডের অনেক তারকার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে জয়া আহসানের। সেখানকার অনেক তারকাও তার কাজের প্রশংসা করেছেন। জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন বলেও জানান অভিনেত্রী।

এছাড়া একসময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি। ক্রিকেট সূত্রে বলি তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। অভিনেত্রী মালাইকা অরোরা, ক্রিটেকার ইউসুফ পাঠানের মতো তারকারা সেলেব্রিটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়া আহসানের সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8rfa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন