নাসিম রুমি: সামাজিকমাধ্যমে বীরা বেদীকে নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনরা। তার মুখের সঙ্গে নাকি হুবহু মিল বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। আবার কেউ কেউ তুলনা করেছেন ঐশ্বরিয়ার সঙ্গেও। সিনেমাপ্রেমী দর্শকদের হঠাৎ তাকে নিয়ে এতটা আগ্রহ দেখায় রীতিমতো ভয় পেয়েছেন রজতকন্যা বীরা বেদী।
বাবা রজত বেদীর সঙ্গে আরিয়ান খান পরিচালিত সিরিজের ‘ব্যাডস অব বলিউড’-এর লাল গালিচায় হাজির হয়েছিলেন এই তন্বী। কয়েক সেকেন্ডের ভিডিও, তাতেই ভাইরাল বীরা বেদী। তাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটদুনিয়া।
সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলেছেন, তার মুখের সঙ্গে হুবহু মিল রয়েছে কারিনা কাপুরের। এক নেটিজেন লিখেছেন—বীরাকে দেখে মনে হচ্ছে যেন পুরোনো দিনের কারিনা। আরেক নেটিজেন লিখেছেন—কারিশমা-কারিনার চেহারার আদল যেন ফুটে উঠেছে রজতকন্যার মধ্যে। অন্য আরেক নেটিজেন লিখেছেন—বীরা ১০টা কারিনা কাপুরের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারেন।
যদিও মেয়েকে নিয়ে এমন আগ্রহ দেখে খুশি রজত বেদী। তবে এর পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, তার মেয়ের সঙ্গে কারিনা-ঐশ্বরিয়ার মতো বড় তারকার তুলনা না টানার। রজত বলেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। কিন্তু আমার মেয়েটা এখনো অনেক ছোট। পড়াশোনা করছে। দয়া করে এত বড় তারকার সঙ্গে ওর তুলনা টানবেন না। এত লোকের আগ্রহ দেখে খানিকটা ভয় পেয়ে গেছি।
দুধসাদা গায়ের রং, হালকা বাদামি চুল, হালকা নীলাভ চোখের মণি। তাতেই বীরার সঙ্গে ছোট কারিনার মিল খুঁজছেন সবাই। এ মুহূর্তে ১৮ বছর বয়সি বীরা। ২০০৪ সালে কানাডায় পাড়ি দেন রজত। সেখানেই কলেজে পড়াশোনা করছেন বীরা। সামাজিকমাধ্যমে প্রোফাইল ‘ব্যক্তিগত’ করে রাখা হয়েছে। সে কারণে তার কোনো ভিডিও ও ছবি বাইরের কেউ দেখতে পাচ্ছে না। ভবিষ্যতে কি অভিনয়ে আসবেন, সেটিই এখন দেখার বিষয়।