English

28.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

করোনায় ভারতীয় অভিনেত্রী দিব্যা ভটনাগরের মৃত্যু

- Advertisements -

গত এক বছরে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বের বহু অভিনেতা-অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ক্রমান্বয়ে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এবার সেই মিছিলে যোগ হলো ভারতীয় অভিনেত্রী দিব্যা ভটনাগরের নাম। করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, টিভি অভিনেত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন দিব্যা। ‘ইয়ে রিশতা ক্যায়া কহলতা হ্যায়’র মতো সুপারহিট ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পরেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় দিব্যাকে ভর্তি করা হয় হাসপাতালে। তার অক্সিজেন লেভেলও পড়ে গিয়ে ৭১ হয়ে যায়। দিব্যার অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শেষপর্যন্ত করোনার কাছে হেরে গেলেন তিনি।
অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য ইনস্টাগ্রামে তাদের দু’জনের ছবি দিয়ে লেখেন, ‘যখন কেউ কারোর সঙ্গে থাকত না। তখন শুধু তুইই থাকতি। অনেক কষ্ট পেয়েছিস জানি আমি। অনেক কষ্ট সহ্য করেছিস। কিন্তু জানি আজ এখন যেখানে আছিস অনেক ভাল আছিস। তোকে মিস করব দিবু…তুইও জানতিস তোকে কতটা ভালোবাসতাম আমি। অনেক তাড়াতাড়ি চলে গেলি। ওম শান্তি!’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন