English

29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা আর্জেন্টিনা জানে: জাহিদ হাসান

- Advertisements -

জমে উঠেছে কাতার বিশ্বকাপ ২০২২। সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বকাপ উন্মাদনায় মজেছেন তারকারাও।

অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার সমর্থক। তবে ভালো খেলা দলেরও সমর্থক তিনি।তার ভাষ্য, আমি আর্জেন্টিনা সমর্থন করি, কিন্তু আমি সব সময় ভালো খেলার পক্ষে।

এর আগে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা। শনিবার (২৬ নভেম্বর) রাত একটায় (বাংলাদেশ সময়) দলটি মেক্সিকোর মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ আর্জেন্টিনার জন্য জীবন-মরণ লড়াই। কারণ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় একরকম নিশ্চিত হয়ে যাবে।

তবে জাহিদ হাসান ম্যাচটিকে চাপ মনে করছেন না। কারণ তার বিশ্বাস হোঁচট খাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা আর্জেন্টিনা বেশ ভালোভাবেই জানে। প্রথম ম্যাচ হারলেও আর্জেন্টিনা এবার ঘুরে দাঁড়াবে বলেই তার বিশ্বাস।

জাহিদ হাসান বলেন, হোঁচট খাওয়ার পরও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তার উদাহরণ যুগ যুগ ধরে দিয়ে এসেছে আর্জেন্টিনা ফুটবল দল। তাই এই দলের প্রতি কখনো বিশ্বাস হারাইনি।

আর্জেন্টিনার অন্য সমর্থকদের মতো জাহিদ হাসানও প্রতীক্ষার প্রহর গুনে যাচ্ছেন, কখন লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন। সে মুহূর্তটির জন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v0nv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন