English

29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

‘কুলির’ কাজ করতে যেয়ে আনেক অপমান সহ্য করেছি: রজনীকান্ত

- Advertisements -

নাসিম রুমি: ১৪ আগস্ট মুক্তি পাবে লোকেশ কঙ্গরাজের সিনেমা ‘কুলি’। ছবিতে কুলির চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা রজনীকান্তকে। গত শনিবার ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। এদিকে ছবির অডিও ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে পুরোনো দিনের এক বিস্মৃত অধ্যায় মনে করে আবেগতাড়িত হলেন রজনীকান্ত। নিজের কুলি হয়ে কাজ করার স্মৃতি মনে করে আবেগতাড়িত হয়ে পড়েন ৭৪ বছর বয়সী এই তারকা।

বড় হয়েও দর্শকের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার অসাধারণ এক ক্ষমতা আছে রজনীকান্তের। ‘কুলি’র ট্রেলার ও অডিও লঞ্চে এসে একের পর এক ব্যক্তিগত গল্পে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। নাগার্জুনার চুল নিয়ে হালকা মজা, ‘কাইথি’ সিনেমা দেখে লোকেশ কঙ্গরাজকে ফোন করা, এমনকি নিজের নাচ নিয়ে কোরিওগ্রাফার স্যান্ডির সঙ্গে মজা সবই বলেন তিনি।

নাগার্জুনার প্রসঙ্গ টেনে রজনীকান্ত বললেন, ‘শুটিংয়ে গিয়ে দেখি, নাগার্জুনা এখনো একদম আগের মতোই আছেন। চুল এখনো ঘন কালো। আর আমারটা? সব উধাও! জানতে চাইলাম—এর পেছনে রহস্য কী? বললেন—ব্যায়াম।’

রজনী আরও বলেন, ‘ভেঙ্কট প্রভু একবার অজিতের জন্য একটা সংলাপ লিখেছিলেন, “কত দিন ভালো মানুষ হয়েই থাকব?” কুলির চরিত্রটা অনেকটা এ রকমই।’
লোকেশের সঙ্গে প্রথম যোগাযোগের কথাও বললেন ‘জেলার’ তারকা। জানালেন, ‘“কাইথি” দেখে আমি বুঝে গিয়েছিলাম, এই ছেলেটা একদিন অনেক দূর যাবে। আমি নিজেই ওকে ফোন করলাম। জিজ্ঞাসা করলাম, আমার জন্য কোনো গল্প আছে কি না।’

এখানেই থেমে থাকেননি। নিজের বয়স ও শারীরিক সীমাবদ্ধতা নিয়েও হালকা ঠাট্টা করলেন রজনী। কোরিওগ্রাফার স্যান্ডিকে উদ্দেশ করে বললেন, ‘প্রথম গানে ও বলল, “একেবারে উড়িয়ে দিন।” আমি বললাম, দেখো ভাই, আমি ১৯৫০ সালের মডেল, অনেক দূর দৌড়েছি জীবনে। যন্ত্রপাতি বদলেছে বহুবার! অত চাপ দিয়ো না, একটু সাবধানে নিয়ো!’

সব শেষে উঠে আসে রজনীকান্তের কুলি হয়ে কাজ করার করুণ স্মৃতি। চোখ ভিজে আসে এই অভিনেতার। জীবনের শুরুর দিকে বাস কন্ডাক্টরসহ নানা ধরনের কাজ করেছেন তিনি। করেছেন কুলির কাজও।

সেই স্মৃতি মনে করে রজনীকান্ত বলেন, ‘কুলি হয়ে কাজ করার সময় অনেকবার অপমান সহ্য করেছি। একদিন এক ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে বলল, ওর লাগেজ টেম্পোতে তুলে দিতে। কণ্ঠটা কেমন যেন চেনা লাগছিল। পরে বুঝি, সে আমার কলেজের বন্ধু! আমি একসময় ওকে নিয়ে অনেক হাসাহাসি করতাম। সেদিন জীবনে প্রথমবার আমি কেঁদে ফেলেছিলাম।’ ‘কুলি’ সিনেমার প্রচারে এ কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u589
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন