English

26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

- Advertisements -

নাসিম রুমি: ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কই মিল গ্যায়া’। সিনেমাটি শুধু ছোটদের মধ্যে নয়, সমানভাবে জনপ্রিয় ছিল বড়দের মাঝেও। জাদু নামের ভিনদেশের প্রাণীটির যেন প্রেমে পড়ে গিয়েছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। এ সিনেমাটিতে অসাধারণ অভিনয়ে করে রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

এরপরেই দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০০৬ সালে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পরেই। তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৩ সালে। মাঝের ব্যবধান অনেকটাই বেশি। তবে এবার মুক্তি পাওয়ার পালা চতুর্থ কিস্তির। এবার পরিচালকও ভিন্ন। এর আগে প্রথম পরিচালনার দায়িত্বে ছিলেন হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন। কিন্তু এবার সেই দায়িত্ব তিনি ছেলেকে দিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর সুবাদে এ সিনেমাটিকে নতুনভাবে সাজাতে চাইছেন অভিনেতা হৃতিক রোশন।

জানা গেছে, অতীত থেকে ভবিষ্যৎ দুটোই সমানতালে সিনেমার গল্পে থাকবে। নায়ক থেকে খলনায়ক— দুটি চরিত্রই নাকি দেখা যাবে হৃতিককে। শুধু তাই নয়, এ সিনেমায় তিনি নাকি ত্রয়ী ভূমিকায় অভিনয় করবেন।

‘কৃষ ৪ সিনেমায় পরিচালক হওয়ার পাশাপাশি হৃতিক থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও। এতদিন শুধু অভিনেতা হিসেবে মানুষের মন জয় করেছেন হৃতিক, এবার পালা পরিচালনার। ‘কৃষ ৪’ সিনেমার হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এ পর্বে আরও থাকবে বেশ কিছু চমক। অভিনেতার সঙ্গে সেই একই দায়িত্ব শেয়ার করে নেবে যশরাজ ফিল্ম স্টুডিও।

জানা গেছে, চতুর্থ কিস্তিতে অভিনয় করবেন, প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া এবং রেখা। অর্থাৎ প্রথম থেকে যারা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও আছেন চতুর্থ পর্বে। থাকতে পারেন নোরা ফাতেহি ও বিবেক ওবেরয়ও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c9vp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন