নাসিম রুমি: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। নানা কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন। যদিও দীর্ঘ দিন ধরে ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারছেন না এই ‘ওয়ান্টেড’ তারকা। এবার নেচে ভাইরাল হলেন সালমান খান। এখানেই শেষ নয়, রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সালমানের পরনে কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। তার দুই পাশে দুই নৃত্যশিল্পী। তাদের কাঁধে হাত রেখে গানের সঙ্গে নাচছেন। নাচের মুদ্রার সঙ্গে সঙ্গে গায়ের টি-শার্টটি উপরে উঠে যাচ্ছে। এতে করে সালমানের মেদবহুল পেট বেরিয়ে যাচ্ছে। মূলত, মেদবহুল পেট নিয়েই টানাটানি।
নেটিজেনদের বড় একটি অংশ সালমানের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন— “সালমান যুগের কি সমাপ্তি হতে যাচ্ছে।” পাশাপাশি তার অভিনীত ব্যর্থ সিনেমা নিয়ে কটাক্ষ করেন। তবে একটি অংশ সালমান খানের পাশে দাঁড়িয়েছেন। অনেকে বলছেন, “৬০ বছর বয়সে এখনো কাজ করে যাচ্ছেন। তারপরও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন?” অনেকে আবার পাল্টা যুক্তি দিয়ে বলছেন, “টম ক্রুজ এখনো নিজেকে ফিট রেখেছেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
সম্প্রতি কানাডার ভ্যানকুভারে একটি অনুষ্ঠানে পারফর্ম করেন সালমান খান। ভাইরাল ভিডিওটি সেই অনুষ্ঠানের।
সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পায় এটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন সালমান খান। আর তার বিপরীতে ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।
রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদও