English

31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

‘কোনো মানে নেই’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী

- Advertisements -
Advertisements
Advertisements

এবার ‘কোনো মানে নেই’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন জিয়া খান। সংগীতায়োজনে আছেন জাহিদ বাশার পঙ্কজ।
সম্প্রতি জাহিদ বাশার পঙ্কজের মগবাজারের রেড অ্যান্ড ব্ল্যাক স্টুডিওতে হাজির হয়ে গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা নবী। এতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দেবেন প্রবাসী গায়ক তাসলিম হাসান।
গীতিকবি বিশাল নিশ্চিত করলেন, এ গানটি দ্বৈতকণ্ঠের পাশাপাশি প্রকাশ পাবে ফাহমিদা নবীর একক ট্র্যাক হিসেবেও।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘জিয়া আমার খুব কাছের ছোট ভাই। ও খুব ভালো সুর করে। খুব সুন্দর কথার এই গানটির সুর-সংগীতায়োজনও চমৎকার করেছে। এটি সেমি মেলো-ক্লাসিক্যাল ঘরানার মিষ্টি প্রেমের একটি গান। কথা-সুরের মধ্যে বেশ দরদ আছে। যে কারোরই গানটি ভালো লাগবে।’
সুর-সংগীত পরিচালক জিয়া খান বলেন, ‘ফাহমিদা আপা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো গেয়েছেন। উনার কণ্ঠ নেওয়ার পর নিজের মধ্যে এক ধরনের ভালোলাগা কাজ করছে। আমি অত্যন্ত খুশি। তাসলিম হাসানও বেশ ভালো গান করেন। আশা করছি, গানটি শ্রোতাদের মনে মুগ্ধতা ছড়াবে।’

সংগীতায়োজক জাহিদ বাশার পঙ্কজ বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। ব্যক্তিগতভাবে শ্রোতাদের কাছে আমার দাবি, আমরা সবাই যেনো ভালো কথা-সুরের মানসম্মত ও রুচিশীল গান বেশি বেশি শুনি। ভালো গানে মনোনিবেশ করি। তাহলে আমাদের গান-বাজারে দারুণ একটা পরিবর্তন আসবে।’
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন