English

36 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

কোভিড আইসিইউ বেড তৈরিতে ১ কোটি রুপি দান করলেন অজয়

- Advertisements -

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াচ্ছেন বলিউড তারকাসহ অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা অজয় দেবগন। কোভিড আইসিইউ বেড তৈরিতে ১ কোটি রুপি দান করলেন তিনি।

করোনা ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে একটি মুম্বাই। এজন্য মুম্বাইয়ের শিবাজী পার্কের ভারত স্কাউট এবং গাইড হলে ২০ শয্যার কোভিড আইসিইউ ইউনিট তৈরি করা হচ্ছে। এর ব্যয় বহন করছে অজয়ের এন ওয়াই ফাউন্ডেশন। এর জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ১ কোটি রুপি দিয়েছেন অজয়। এই আইসিইউ ইউনিটে মনিটর, ভেন্টিলেটর, অক্সিজেনসহ সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

এই কোভিড আইসিইউ ইউনিটের পাশে হিন্দুজা হাসপাতাল। এর সিওও জয় চক্রবর্তী জানান, হিন্দুজা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা নতুন ইউনিটের আক্রান্তদের চিকিৎসা সেবার দায়িত্বে থাকবেন।

বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত অজয়। তার সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘ময়দান’, ‘ট্রিপল আর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’। এছাড়া ‘মে ডে’নামের একটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন অজয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন