English

29.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

ক্যান্সারে আক্রান্ত দীপিকা কক্কর

- Advertisements -
যা নিয়ে ভয় ছিলো, তাই হলো শেষ পর্যন্ত। যকৃতের বাঁ দিকে একটি ধরা পড়েছিল দীপিকা কক্কর ইব্রাহিমের। যত দ্রুত সম্ভব তা অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু গত এক সপ্তাহে এর বেশি কিছু আর জানা যায়নি অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে।
মঙ্গলবার রাতে নিজের স্বাস্থ্যের খবর দিলেন অভিনেত্রী। আশঙ্কা সত্যি করে জানালেন, ক্যান্সারে আক্রান্ত তিনি। যকৃতে বাসা বেঁধেছে ক্যান্সার।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় অভিনেত্রী ‘স্টেজ ২’ লিভার ক্যান্সারে আক্রান্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে এই খবর দিয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই তারপর তারা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসারাস)।’ 

নিজের প্রতি আত্মবিশ্বাসী দীপিকা বলেন, ‘আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব ইনশাআল্লাহ! আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমাদের যাত্রা আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

অভিনেত্রীর পোস্টে সবাই সাহস রাখার পরামর্শ দিয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। গৌরব খান্না, শ্রদ্ধা আর্যা, আরতি সিং, রাজীব আদাতিয়া সকলেই অভিনেত্রীর পোস্টে রিয়্যাক্ট করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা ইব্রাহিম। যেখানে কান্না করেন স্ত্রী দীপিকার জন্য। গুরুতর অসুস্থ অভিনেত্রী।পেটে একটি টিউমার ধরা পড়েছে বলে জানান। জানান, কয়েকদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। এর আগে পেটের যন্ত্রণার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে অ্যান্টিবায়োটিক দেয়। যা খেয়ে অভিনেত্রীর পেটের যন্ত্রণা সেরেও গিয়েছিল। সম্প্রতি আবারও পেটে যন্ত্রণা শুরু হয়। তখন টেস্ট করলে নায়িকার পেটে একটি বড় টিউমার ধরা পড়ে। শেষ পর্যন্ত জানা গেল ক্যান্সারের কথা।

হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরে ‘বিগ বস’ বিজয়ীও হন। শোয়েব ইব্রাহিমের সঙ্গে ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন দীপিকা। বিয়ের পাঁচ বছর পর কোলআলো করে একমাত্র ছেলে রুহান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d3ez
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন