আগুনের ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো…’ গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। বাবা খান আতা পরিচালিত ‘এখন অনেক রাত’ সিনেমার নায়কও হয়েছিলেন আগুন।
দেশের গণমাধ্যমে সম্প্রতি খবর হয় আগুন গান ছেড়ে ব্যস্ত মাছের খামারে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আগুন জানিয়েছেন, ‘গান-অভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ততা বলতে পারেন। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে।’
আগুন এরকম একটি খবরের স্ক্রিনশট প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, গান গাওয়া নাকি হারাম। আজ থেকে হারাম গান গাওয়া ছেড়ে দিলাম। অবশ্য আগুনের সেসকল কথা অসলগ্ন মনে হচ্ছিল নেটিজেনদের।
একজন গান না ছাড়ার অনুরোধ করে লিখেছেন, বন্ধু গানটা ছাড়িস না। গান ছাড়া তোকে মানাবে না। সাথে যদি খামারটা থাকে তবে মন্দ কি? তোর গানের গভীর গহীন শ্রোতা আমি। আমার মত লক্ষ মানুষকে হতাশ করিস না দোস্ত। অনেক অনেক শুভ কামনা রইল।
এর আগে আগুন সাক্ষাৎকারে বলেছেন, ‘মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘি করেছি। এখানে মাছ চাষ করব। নাম দিয়েছি ডিজিটাল দিঘি, যার চারপাড়ে লাগানো হয়েছে অনেক খেজুর গাছ। থাকছে ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরা। এখন থেকে আমার ঠিকানা হবে এটাই। সপ্তাহে একদিন এখানে এসে সময় কাটাব। খিচুড়ি রান্না হবে। গ্রামের লোক খাবে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানেই একটি ডেইরি ফার্মের পরিকল্পনা করছি।’
নতুন গান প্রসঙ্গে আগুনের ভাষ্য, ‘এরই মধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছি, যা এখনও শেষ হয়নি। কথা-সুর-সংগীত নিয়ে কাটাছেঁড়া চলছেই। সম্প্রতি একটি তথ্যচিত্রের জন্য গানের পাশাপাশি সুর করেছি।’