English

28.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

গান্ধীর খুনিরা বেঁচে আছে দাবি ভারতীয় অভিনেত্রীর

- Advertisements -

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রনায়ক মহাত্মা গান্ধী।  শান্তি, মুক্তি ও মানবতার প্রতীক তিনি। ভারতের স্বাধীনতার ছয় মাসের কম সময়ের ব্যবধানে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি।  এর পরের বছরই মারা যায় তার খুনি। কিন্তু ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্করের দাবি, গান্ধীর খুনিরা বেঁচে আছে।

গান্ধীর ৭৭তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে গোটা ভারত তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানেরও।  তবে গান্ধীর মৃত্যুবার্ষিকীর দিনেই বিতর্কিত পোস্টটি করলেন ভারতীয় অভিনেত্রী।

স্বরা ভাস্কর স্পষ্টবাদী মতামতের জন্য পরিচিত। বৃহস্পতিবার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড পেজে গান্ধীর ছবি দিয়ে একটি পোস্ট করেন স্বরা। ওই পোস্টে তিনি লেখেন, ‘গান্ধী, আমরা লজ্জিত। তোমার খুনিরা বেঁচে আছে! ৩০ জানুয়ারি।’

স্বরার এ পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার পোস্ট নিয়ে তুলেছেন প্রশ্ন ।

২০২৩ সালে স্বরা একটি ভুল তথ্য শেয়ার করেছিলেন। সে সময় তিনি গান্ধীর জন্মবার্ষিকীকে মৃত্যুবার্ষিকী বলে উল্লেখ করেছিলেন। এ নিয়ে ব্যাপকভাবে ট্রোলের শিকার হন তিনি। পরে অবশ্য নিজের ভুল সংশোধন করে সঠিক তথ্য দিয়ে পোস্টটি আপডেট করেছিলেন এ ভারতীয় অভিনেত্রী। গান্ধীকে নিয়ে তার আজকের পোস্ট নিয়ে আবারো বিতর্ক সৃষ্টি হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3w2p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন