ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে উঠছিল নানা প্রশ্ন। তদন্তে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। এবার চাঞ্চল্যকর দাবি করলো সিঙ্গাপুর পুলিশ।
আদালতে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন জুবিন অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও লাইফ জ্যাকেট পরতে রাজি হননি তিনি।
সিঙ্গাপুর পুলিশের রিপোর্ট অনুযায়ী, ঘটনার সময় জুবিন গর্গের রক্তে অ্যালকোহলের মাত্রা অত্যন্ত বেশি ছিল। ফলে তার শরীরের ভারসাম্য ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বাভাবিক ছিল না বলে মনে করা হচ্ছে।
জুবিনের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন আরও কয়েকজন। যারা গায়ককে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই অচেতন হয়ে পড়েন জুবিন এবং জলে ভেসে থাকতে দেখা যায়।
সিঙ্গাপুরের তদন্তে স্পষ্ট জানানো হয়েছে, এই মৃত্যুর ঘটনায় কোনও অপরাধমূলক দিক বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীদের মতে, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু, যার মূল কারণ ছিল অতিরিক্ত মদ্যপান ও নিরাপত্তা বিধি না মানা।
সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জুবিন। গত বছরের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠানে তার গান পরিবেশনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আগের দিনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জুবিনের আকস্মিক মৃত্যুতে একের পর এক রহস্য ঘনীভূত হতে থাকে। উদ্যোক্তাদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠে।
