বলিউডের তারকা জুটি গোবিন্দ-সুনীতা আহুজা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে এ তারকা জুটির ৩৮ বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙতে চলেছে।
এ বছরের শুরু থেকেই এই জল্পনা শুরু হয়েছে। বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন গোবিন্দ।
এবার সুনীতা জানালেন তারা পরস্পরকে ছাড়া বাঁচতেই পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘যেদিন বিচ্ছেদ নিশ্চিত হবে অথবা আমি বা গোবিন্দ নিজে বিচ্ছেদের কথা বলব, সেদিন দেখা যাবে। তবে আমার মনে হয় না গোবিন্দ আমাকে ছাড়া বাঁচতে পারবে, অথবা আমিও তাকে ছাড়া এবং গোবিন্দ কখনোই একজন মূর্খ মেয়ের জন্য সংসার ছেড়ে যাবে না।’
কিন্তু এখানেই থামেননি সুনীতা।
ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তার ভাষ্য, ‘গুজব গুজব গুজব—আরে আগে তো জিজ্ঞাসা করুন এটা সত্যি কি না! আমি কখনোই এটাকে প্রশ্রয় দেব না। এমন কিছু হলে আমি নিজে সংবাদমাধ্যমের সামনে এসে তা জানাব। তবে আমার মনে হয় না ঈশ্বর আমার সংসার ভাঙবেন।’
১৯৮৬ সালে নিজের মামার শ্যালিকা সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ।