নাসিম রুমি: মিডিয়া থেকে দীর্ঘদিন ধরে দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী চম্পা। কিন্তু কেন? এ প্রশ্নের জবাবে চম্পা বলেন, অভিনয় করব তেমন গল্পের ছবি কোথায়? বড় কিংবা ছোটপর্দা বলেন সবখানেই গল্প ও চরিত্রে খরা চলছে।
তাই যেনতেন গল্পের ছবি বা নাটকে অভিনয় করে শোবিজ জগৎ থেকে পাওয়া এত দিনের সুনাম নষ্ট করতে পারি না। তাই এ জগৎ থেকে দূরে থাকাই এখন শ্রেয় মনে করছি।
যদি মনের মতো গল্প পাই তবে অবশ্যই আবার অভিনয়ে ফিরব। বর্তমানে সংসার নিয়েই ব্যস্ত রয়েছি। সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে চলে যাই। আমার প্রিয় হলো সিঙ্গাপুর।
ওখানে বেশি যাওয়া হয়। এ ছাড়া আমেরিকায় ভাইয়েরা রয়েছেন আর কানাডায় ববিতা আপুর ছেলে অনীক রয়েছে। প্রায় তাদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সুন্দর সময় কাটিয়ে আসি।
উল্লেখ্য, আশির দশকে বড় বোন সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিনয়ে আসেন চম্পা এবং সর্বশেষ ২০২২ সালে মুক্তি পাওয়া চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছিল তাঁর অভিনীত শেষ ছবি।চম্পা ঢাকা ও কলকাতা মিলেয়ে প্রায় ২ শতাধিক ছবিতে অভিনয় করেছেন।