এ কে আজাদ: চিত্রপরিচালক আজাদী হাসানাত ফিরোজ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। প্রয়াত এই চিত্রপরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ।
আজাদী হাসানাত ফিরোজ ১৯৬৬ সালের ১ নভেম্বর, পাবনা জেলার হাঙরাগাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি এইচএসসি পাস করার পরে চলচ্চিত্রের সাথে যুক্ত হন।
পরিচালক দারাশিকো ও জহিরুল হকের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ করা শুরু করেন আজাদী হাসানাত ফিরোজ। এরপর তিনি, চিত্রপরিচালক মতিন রহমান, ছটকু আহমেদ ও সিদ্দিক জামাল নান্টুর সহকারী হিসেবে বিভিন্ন ছবিতে কাজ করেন।
আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কাজের মেয়ে’ মুক্তিপায় ১৯৯৯ সালে। তাঁর পরিচালিত অন্যান্য চলচ্চিত্র- ‘দিল তো পাগল’, ‘বস্তির মেয়ে’, ‘সবার উপরে প্রেম’, ‘বউ শাশুড়ীর যুদ্ধ’, ‘ফুলের মত বউ’, ‘রঙিন রসের বাইদানী’, ‘ঘরের লক্ষ্মী’, ‘গ্রাম গঞ্জের পিরিতি’, ‘স্বামী নিয়ে যুদ্ধ’, ‘তুমি আমার মনের মানুষ’ প্রভৃতি অন্যতম।
