নাসিম রুমি: বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ইউটিউবকেন্দ্রিক নাটকে তার ব্যস্ততা বেশি। একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও, নিলয়-হিমি জুটি বেশ জনপ্রিয়।
এবার এ নায়ক আসছেন ছয় নায়িকা নিয়ে। ‘সুইট প্রেমিক’ নামে একটি নাটকে তাকে দেখা যাবে এমন ব্যতিক্রম চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন ও অন্বেষা। ফরিদুল ইসলাম নির্জনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান।
একসঙ্গে ছয় নায়িকার নায়ক হিসাবে এটিই নিলয়ের প্রথম কাজ। চরিত্রেও রয়েছে ভিন্নতা। ব্যতিক্রম এ চরিত্রে কাজ করতে প্রথমেই একটি দ্বিধা থাকলেও, পরবর্তী সময়ে স্ক্রিপ্ট পড়ে ও শুটিং করে অভিজ্ঞতা বেশ ভালো বলেই জানিয়েছেন অভিনেতা। নাটক প্রসঙ্গে নিলয় বলেন, ‘শুরুতে আমি কাজটি করতেই চাইনি। ভেবেছি ক্যারিয়ারের এ পর্যায়ে এসে এমন চরিত্রের অভিনয়! ছয়জন নায়িকার সঙ্গে প্রেম! তাদের মন জোগানো। কিন্তু পরবর্তী সময়ে কাজ শেষে মনে হলো দারুণ কিছু হয়েছে।’