নাসিম রুমি: বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমার বক্স অফিস কালেকশন যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন শাহরুখ খান এ বিষয়ে কোনো কথাই বলতে রাজি নন।
‘জওয়ান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পর নিজের পুরোনো দিনের রেকর্ড নিজেই ভেঙেছেন শাহরুখ। শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘পাঠান’। সে সিনেমার রেকর্ড পেছনে ফেলে এবার তালিকার আরও শীর্ষে পৌঁছেছে ‘জওয়ান’ সিনেমাটি।
‘পাঠান’ সিনেমার মাত্র নয় মাসের মধ্যে নতুন রূপে নিজেকে রুপালি পর্দায় মেলে ধরেছেন অভিনেতা। বলিউড এ বাদশাহর নতুন কারিশমা উন্মাদনা ছড়াচ্ছে দর্শকদের মধ্যে।
ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারীই শুধু নয়, বিশ্বের প্রতিটি দেশেই ‘সিঙ্গেল স্ক্রিন’ চাঙা করে তুলছে শাহরুখের নতুন এ সিনেমা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সিনেমা নিয়ে কথা বললেও এ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কোনো কথা বলবেন না তিনি।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘জওয়ান’ সিনেমার শুধু নায়কই নই, এ সিনেমার প্রযোজক ও পরিবেশকও আমি। তাই দিনশেষে প্রেক্ষাগৃহে সিনেমা কেমন চলছে, কত আয় হচ্ছে, শো-র সংখ্যা বাড়ছে না কি কমছে সবই আমি জানি। তাই বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে চাইছি না। পাশাপাশি এ বিষয়ে কেউ মিডিয়ায় ভুল তথ্য ছড়াবে এটাও চাই না।