English

40 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫
- Advertisement -

জনপ্রিয়-গুণী অভিনেত্রী মিনু রহমান এর মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

একে আজাদ: মিনু রহমান। অভিনেত্রী। একজন প্রতিভাময়ী অভিনেত্রী। চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় শুরু করলেও, চরিত্রাভিনেত্রী হিসেবেই পেয়েছেন জনপ্রিয়তা। সহজ-সরল ‘আদর্শবান ভাবী’, ‘মমতাময়ী মা’ এসব চরিত্রেও যেমন অভিনয় করেছেন, তেমনি আবার খলচরিত্রেও অভিনয় করেছেন তিনি। একজন চরিত্রাভিনেত্রী হিসেবে যে কোনো চরিত্রেই অভিনয় দক্ষতা দেখিয়েছেন অনায়াসে।

বাংলাদেশের চলচ্চিত্রভান্ডারকে অভিনয় নৈপূন্যে সমৃদ্ধ করেছেন যে ক’জন নারী অভিনেত্রী, মিনু রহমান ছিলেন নিঃসন্দেহে তাঁদের মধ্যে অন্যতম একজন।

এক সময়ের জনপ্রিয়-গুণী অভিনেত্রী মিনু রহমান এর মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৭ সালের ১৪ এপ্রিল, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। মৃত্যুদিবসে প্রয়াত এই অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

অভিনেত্রী মিনু রহমান ১৯৫০ সালে, যশোর শহরতলীর শেখহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-মাতার একমাত্র সন্তান ছিলেন তিনি।

যশোর কেন্দ্রীয় কারাগারের সন্নিকটে এন এম খান প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। কিশোরীবেলা থেকেই মিনু (তখনও মিনু রহমান হননি) মঞ্চনাটকে অভিনয় করতেন।
১৯৬৮ সালে, সৈয়দ শফিকুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মধ্যদিয়ে তিনি হন- মিনু রহমান।
বিয়ের পর স্বামীর সাথে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে প্রথমে বাসাবো ও পরে কমলাপুরে ভাড়া বাসাতে বসবাস শুরু করেন। ঢাকার বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন।

এক সময় চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান। ১৯৭০ সালে, চিত্রপরিচালক ই আর খান শুরু করেন তাঁর ‘দাসী’ চলচ্চিত্রের কাজ, আর এই চলচ্চিত্রেই প্রথম সুযোগ পান মিনু রহমান। ‘দাসী’ চলচ্চিত্রটি মুক্তিপায় ১৯৭২ সালে। মিনু রহমান আরও যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন তারমধ্যে- কে আসল কে নকল, আমার জন্মভূমি, পায়ে চলার পথ, লাভ ইন সিমলা, সুজন সখি, আগুনের আলো, জানোয়ার, ঝড়ের পাখি, সেয়ানা, মাস্তান, দোস্ত দুশমন, সারেং বৌ, রূপালি সৈকতে, গুনাগার, হারানো মানিক, অনুরাগ, মহানগর, চন্দ্রলেখা, আশার আলো, মাটির ঘর, রাজার রাজা, অংশীদার, মহানগর, ঘর সংসার, দোস্তী, সাম্পানওয়ালা, সোনার হরিণ, দেনাপাওনা, মা ও মেয়ে, লাল সবুজের পালা, চম্পা চামেলি, ছক্কাপাঞ্জা, শাস্তি, জনতা এক্সপ্রেস, নির্দোষ, সখিনার যুদ্ধ, পেনশন, দহন, সৎভাই, চাঁপাডাঙার বউ, রিক্সাওয়ালা, হিমালয়ের বুকে, অত্যাচার, ভাইজান, স্বামীর ঘর, রাঙাভাবি, শত্রুতা, সোনার সংসার, জন্মদাতা, ত্যাগ প্রভৃতি উল্লেখযোগ্য।

চলচ্চিত্র ছাড়াও তিনি অভিনয় করেছেন বহুসংখ্যক বেতার ও টেলিভিশন নাটকে। মিনু রহমান টেলিভিশনেও ছিলেন সমান জনপ্রিয়।

অভিনয়ে নিজের জনপ্রিয় থাকা সত্বেও, কি এক নীরব অভিমানে ১৯৯০ সালের পর থেকে ক্রমেই পর্দার অন্তরালে চলে যান মিনু রহমান। অভিনয় বাদ দিয়ে যশোরে নিজ গ্রামে বসবাস শুরু করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। বড় মেয়ে হেলেনা, এক মাত্র পুত্র লিটন ও ছোট মেয়ে স্বেতা। শেষ জীবনে তিনি বড় মেয়ে হেলেনার সংসারেই থাকতেন।

অভিনয় জীবনের শুরুতে কয়েকটি চলচ্চিত্রে নায়িকার রোল পেলেও তেমন একটা সুবিধে করতে পারেননি । পরবর্তীতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেই পেয়েছেন জনপ্রিয়তা, হয়েছেন বিখ্যাত অভিনেত্রী ।
আমাদের চলচ্চিত্রশিল্পে মিনু রহমান এর অনন্য অবদান অবশ্যই স্মরণীয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন