English

32.7 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

জন্মদিনে নতুন গান নিয়ে আসছেন ফেরদৌস ওয়াহিদ

- Advertisements -

নাসিম রুমি: আগামী ২৬ মার্চ বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এ শিল্পী।

প্রকাশ পাবে তার গাওয়া ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ শিরোনামের একটি গান।

‘জীবনটা সকাল দুপুর/জীবনটা মধ্যদুপুর/জীবনটা ঘুমের আগে জেগে ওঠার স্বপ্ন দেখা– এমন কথার গানটি লিখেছেন শেখ নজরুল।

সুর করেছেন পিজিত মহাজন। সংগীত পরিচালনায় রয়েছেন ওয়াহিদ শাহীন।

গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, গানের কথা ভালো লেগেছে বলেই এটি গেয়েছি।

সুরও অসাধারণ হয়েছে। ভিডিওতে রয়েছে যত্নের ছাপ। গানটিতে অনেকেই জীবনের গল্প খুঁজে পাবেন। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি।

পিজিত মহাজন বলেন, ২০২৩ সালের শুরুর দিকে ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ গানটি রেকর্ড করেছি। পরে দৃশ্যধারণও হয়েছে। গানটি প্রকাশের জন্য উপযুক্ত একটি দিন খুঁজছিলাম। ভাবলাম শিল্পীর জন্মদিনে গানটি প্রকাশ করার উপযুক্ত সময়। এ কারণে ২৬ মার্চ এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই জানেন ফেরদৌস ওয়াহিদ এখন নাগরিক জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন। গানের ভিজুয়ালে তার গ্রামীণ জীবন উঠে এসেছে। আশা করছি গান ও ভিডিও সবার মন ভরাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3if5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন