English

29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

জন্মদিনে বাঁধন যা বললেন

- Advertisements -

নাসিম রুমি: ‘হ্যালো পৃথিবী, আজ আমার ৪০তম জন্মদিন! আমার জীবনের চতুর্থ দশকে প্রবেশ করতে যাচ্ছি,’ গত শুক্রবার রাতে জন্মদিনের প্রথম প্রহরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এভাবেই লিখেছেন আজমেরী হক বাঁধন।

৪০ বছর পূর্ণ হওয়ার কথা নিজেই বন্ধু, ভক্ত, অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে ফেসবুকে লেখা এক দীর্ঘ পোস্টে উঠে এসেছে আগামীর ভাবনা, জীবনদর্শনসহ অনেক কিছুই। গতকাল ২৮ অক্টোবর ছিল তাঁর জন্মদিন।

পরের দশকে জীবনের সবচেয়ে আনন্দময় সময় কাটানোর আশা প্রকাশ করে বাঁধন লিখেছেন, ‘অনেক আশা, আনন্দ আর শান্তি নিয়ে জীবনের দুর্দান্ত একটা দশকে প্রবেশ করতে যাচ্ছি—এটা ভাবতেই খুশি লাগছে।

গত দশকটা ছিল খুবই সংশয়পূর্ণ, যেখানে অন্যকে সন্তুষ্ট করতেই নিজের বেশির ভাগ সময় নষ্ট করেছি। অনেক অবিচার সহ্য করেছি, ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু এই সংগ্রাম আর কষ্টগুলোই আমাকে আজকের বাঁধন বানিয়েছে।’

তবে অতীত নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই বলেও লিখেছেন অভিনেএী। বাঁধন লিখেছেন, ‘বাকিটা সময় সম্মান আর শান্তি নিয়ে জীবনটা উপভোগ করতে যাই। আর অবশ্যই অনেক ভালোবাসা আর আলিঙ্গন করে ধন্যবাদ জানাতে চাই তাঁদের, যাঁরা আমাকে এত দিন সহ্য করেছেন।’

জন্মদিনের লেখা ফেসবুক পোস্টের শেষে বিশেষ একটি পাদটীকাও যুক্ত করেন। সেখানে বাঁধন লিখেছেন তাঁর জীবনদর্শনের কথা। তিনি জানিয়েছেন, তাঁর আজকের অবস্থানে আসার পেছনে বড় প্রেরণা ছিলেন তিনি নিজে। জীবনের কঠিন সময়গুলোতে নিজের ওপর বিশ্বাস হারাননি, নিজেকে তৈরি করার সেরা উপায়টা খুঁজে নিয়েছেন।

এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ৪০-এ পা দিয়ে তাঁর স্বপ্নের কথা, ‘চল্লিশে জীবনকে নতুন করে দেখছি। এই নতুন অধ্যায়ে জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চাই। আমার স্বাধীনতা বুঝে পেতে চাই, অধিকার বুঝে পেতে চাই আর আমার মতো বাঁচতে চাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8wf9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন