English

34.7 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

জমজ চরিত্রে তানজিন তিশা

- Advertisements -

ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রথমবার একই নাটকে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

রুবেল হাসান পরিচালিত ‘চিংকি পিংকি’ নাটকে জমজ চরিত্রে অভিনয় করছেন এই তারকা। নারীপ্রধান গল্পের এ নাটকে তিশা একাই থাকছেন চিংকি ও পিংকি চরিত্রে।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি এর আগে কখনও দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি। একসঙ্গে দুই বোনের চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা। চরিত্র দুটো বেশ মজার, বেশ আনন্দ নিয়ে কাজটি করছি।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘চিংকি পিংকি’ একটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্র করছেন তিশা। তাকে ঘিরেই পুরো নাটকের গল্প, অনেক কমেডি ও মজা আছে।

তানজিন তিশা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hf18
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন