নাসিম রুমি: ঢালিউডের নবাগত নায়িকা ও মডেল জাকিয়া কামাল মুন প্রতারণার অভিযোগে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি চুক্তির মাধ্যমে ‘পাপ’ নামের সিনেমা প্রযোজনার লক্ষ্যে জাকিয়া মুন আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন। চুক্তিতে উল্লেখ ছিল, ওই বছরের মার্চ মাসের মধ্যে সিনেমার কাজ সম্পন্ন করা হবে।
তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি এবং আজিজও বিনিয়োগ করা অর্থ ফেরত দেননি। মুন দাবি করেন, তিনি একাধিকবার আইনি নোটিশ পাঠালেও আজিজ কোনো সাড়া দেননি। বরং, ২০২৪ সালের মে মাসে ‘পাপ’ সিনেমাটি এক কোটি ১০ লাখ টাকায় একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেন তিনি, অথচ মুনকে কোনো অর্থ ফেরত দেননি বা লাভে অংশীদার করেননি।
জাকিয়া মুন আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাওয়ায় আজিজ তাকে ভয়ভীতি দেখিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, মামলা চালিয়ে গেলে মুনের ক্যারিয়ার ধ্বংস করে দেবেন।
এ প্রসঙ্গে মুন বলেন, “আমি বহুবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, টাকা ফেরত চেয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বরং আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।”
উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর প্রতিষ্ঠানটি একাধিক সফল সিনেমা উপহার দিয়েছে, যা ঢালিউডে বেশ জনপ্রিয়তা লাভ করে।