English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

জুবিনের জন্মদিনে স্ত্রী গরিমার আবেগঘন বার্তা

- Advertisements -

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের চলে যাওয়া এখনো মেনে নিতে পারেননি তার স্ত্রী গরিমা গার্গ। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই কিংবদন্তির ৫৩তম জন্মদিনে তাকে স্মরণ করলেন আবেগঘন বার্তায়। ইনস্টাগ্রামে দাম্পত্য জীবনের বিশেষ কিছু ছবি শেয়ার করে জানান, জুবিন ছাড়া প্রতিটি দিন কতটা কষ্টের এবং তাকে কতটা গভীরভাবে মিস করছেন গরিমা।

গরিমার পোস্টে উঠে এসেছে তাদের একসঙ্গে কাটানো সময়, ভালোবাসা, সংগ্রাম আর অগণিত স্মৃতির কথা। তিনি লিখেছেন— জীবনের পথে জুবিনের সঙ্গে তৈরি করা স্মৃতি, ভালোবাসা আর গভীর বন্ধন আজ তাকে আরও বেশি মনে করিয়ে দিচ্ছে।

জুবিন গার্গের জন্মদিনে ভক্ত, পরিবার ও সংগীতপ্রেমীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন অসমিয়ার এই কিংবদন্তিকে। অসমিয়া সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। শুধু অসমিয়া নয়, হিন্দি ও বাংলা চলচ্চিত্রেও জনপ্রিয় গান উপহার দিয়ে দুই বাংলার শ্রোতাদের মন জয় করেছিলেন জুবিন।

প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গত মাসে গুয়াহাটির একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘রই রই বিনালে’। সিনেমাটি মুক্তির পর ভক্তদের মাঝে তুমুল সাড়া পড়ে, প্রেক্ষাগৃহে ভিড় করেন অসংখ্য দর্শক।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি শোতে অংশ নিতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন জুবিন গার্গ। তার মৃত্যু ঘিরে তদন্ত চলছে। এ ঘটনায় আসাম সরকার একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে।

ইতোমধ্যে গায়ক জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডমেট জ্যোতি গোস্বামী, সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্ত, চাচাতো ভাই সন্দীপন গার্গসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f5ba
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন