চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রীকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।
আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি। এখানে কে স্পন্সর দিল সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না।’ এর আগে, নভেম্বর মাসেই একই অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন ঢাকাই চিত্রনায়িকা বুবলী। তখনও বিষয়টি নিয়ে বেশ তোপের মুখে পড়েছিলেন অভিনেত্রী। জুয়ার অ্যাপে তারকাদের সংশ্লিষ্টতা মেনে নেয়নি ভক্ত অনুরাগীরাও।
জানা গেছে, পিয়া জান্নাতুল যে জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি।
এটি প্রায় ১০ বছর আগে চালু হয়।
এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তা হবে ঐ ব্যক্তির অপরাধ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1t9v