English

19 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

ট্রেলার ছাড়াই টিকিট বিক্রিতে ঝড়

- Advertisements -

নাসিম রুমি: মালয়েশিয়ায় বিশাল অডিও প্রকাশ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবি ‘জননায়গন’ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বক্স অফিসে। মুক্তির এক সপ্তাহ আগেই ট্রেলার ছাড়াই ছবিটির টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া মিলছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ ইতিমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে। প্রাথমিক হিসেবে এই অঙ্ককে অত্যন্ত শক্তিশালী সূচনা বলেই মনে করছেন ট্রেড বিশ্লেষকেরা।

বিশেষ করে বিদেশের বাজারে ছবিটি নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক উন্মাদনা। অগ্রিম বুকিং থেকেই আন্তর্জাতিক বাজারে ‘জননায়গন’ আয় করেছে আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে এসেছে বড় অঙ্কের বিক্রি, যেখানে থালাপতি বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

ভারতের বাজারে এখনো তুলনামূলকভাবে সীমিত পরিসরে টিকিট বিক্রি চলছে। এ পর্যন্ত দেশে ছবিটি অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে প্রায় তিন কোটি রুপি। তবে বর্তমানে শুধু কর্ণাটক ও কেরালায় বুকিং চালু রয়েছে। ট্রেড ট্র্যাকারদের ধারণা, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে টিকিট বিক্রি শুরু হলে আয় দ্রুত বাড়বে। কারণ, এই অঞ্চলগুলোই সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ের মূল ভরকেন্দ্র।

বিভিন্ন কারণেই ‘জননায়গন’ সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে বড় কারণ, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ ছবি। এ ছাড়া ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কি না—এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘অডিও প্রকাশ অনুষ্ঠানে যা বলেছিলাম, সেটিই আবার বলছি। গল্পটি “ভগবন্ত কেশরী”র রিমেক হোক, কিংবা কিছু দৃশ্য থেকে অনুপ্রাণিত হোক—এ নিয়ে দর্শকদের চিন্তার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘এটি একটি থালাপতি বিজয় ছবি। কেউ ভাবতে পারেন, “আমি তো আসল ছবিটি দেখেছি, তাহলে এটা কেন দেখব?” আবার কেউ বিরক্তও হতে পারেন। তাঁদের বলব, অন্তত একটি শো দেখুন। তখনই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান প্রকাশ পাবে—তখন বিষয়টি আরও পরিষ্কার হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fkw5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন