English

25 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

‘ডন ৩’র পরিচালনায় থাকছেন না অ্যাটলি!

- Advertisements -

নাসিম রুমি: রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে যাওয়ার পর থেকেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ও অভিনয় শিল্পীদের নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শাহরুখ খান আবার ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন, তবে শর্ত একটাই-ছবিটি পরিচালনা করবেন ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি। তবে সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো একচেটিয়াভাবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র স্পষ্টভাবে জানায়, ‘অ্যাটলিকে ডন ৩-এ আনার গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। এই ছবির জন্য তার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ এ বিষয়ে শাহরুখের এখনো কোন মন্তব্য করেননি।

এর আগে ২০২৩ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ বলেছিলেন। তিনি বলেন, ‘আমি খান স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি-ধৈর্য, নিখুঁতভাবে কাজ করা এবং সিনেমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। শাহরুখ স্যার আমাকে উন্নতির পথ দেখিয়েছেন। আমার পরবর্তী ছবিতে আরও ভালো ধারণা থাকবে এবং আমরা ‘জওয়ান’র চেয়েও বড় কিছু তৈরি করব।’

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ বলিউডের সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছিল। শাহরুখ খান ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। আর ক্যামিও চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন। জওয়ান ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n18d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন