English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

দক্ষিণে এবার মোদির বায়োপিক, চলছে শুটিং

- Advertisements -

নাসিম রুমি: মাত্র তিন মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুটিং। এর আগে বলিউডেও নির্মিত হয়েছিল মোদির বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের সেই সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। ওই সিনেমায় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন রূপে মোদির জীবনকথা দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক এ সিনেমার নাম ‘মা বন্দে’। সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চন্দ্র। এতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। পূজার মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে নিয়েছে সিনেমার টিম।

নরেন্দ্র মোদির বায়োপিক ‘মা বন্দে’ সিনেমায় প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, রাজনৈতিক কর্ম এবং মায়ের ভালোবাসা তুলে ধরা হবে। মোদি মাকে হারিয়েছেন ২০২২ সালে, তার জীবনে মায়ের অবদানও বিশেষভাবে দেখানো হবে।

‘মা বন্দে’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। মোদির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেতা বলেন, আমি আহমেদাবাদে বড় হয়েছি। প্রথমে নরেন্দ্র মোদিকে চিনতাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। তার বায়োপিকে অভিনয় করার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। তার রাজনৈতিক জীবন পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া আমার জন্য এক পরম সৌভাগ্য।

উন্নি মুকুন্দন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলা একটি গুজরাটি উক্তি তাকে অনুপ্রাণিত করে— ‘ঝুকবানু নেহি’, যার অর্থ কখনো মাথা নিচু করা নয়, সবসময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/58kr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন