English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

দুই দিনে ভিউ ২৪ লাখ, ফারিন বললেন এ বছর ঝুঁকি নিতে চাই না

- Advertisements -

নাসিম রুমি: সিনেমার ফারিন খান এখন পুরোপুরি ব্যস্ত নাটকে। গেলো বছররে শুরু থেকেই নাটক নিয়েই তার ধ্যানজ্ঞান। অভিনয় দিয়ে দর্শকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন ক্রমাগত। চলতি বছরের শুরুটাও দারুণ হল অভিনেত্রী ফারিন খানের।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মনের মাঝে তুমি’ নাটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিকর আর ফারহান। দুই দিনেই ২৪ লাখ ভিউ অতিক্রম করেছে নাটকটি। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ফারিন বললেন, “কাজের মান ধরে রাখার ফল আমি বছরের শুরুতেই পেয়েছি। কারণ, আমার অভিনীত ‘মনের মাঝে তুমি’ নাটক নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। দর্শক দারুণভাবে গ্রহণ করছে। দুই দিনে ২৪ লাখের বেশি মানুষের ভালোবাসা পাওয়া তো খারাপ কিছু না। আশাকরি কয়েকদিনের মধ্যে এটা কোটি মানুষের কাছে পৌঁছাবে।”

গেল ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত পাঁচ নাটক। চলতি মাসে মুক্তি পেয়েছে একটি নাটক। সংখ্যায় কম হলেও নাটকের মানের কথা চিন্তা করেই নতুন কাজে হাত দিচ্ছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমকে ফারিন বলেন, ‘২০২৫ সাল খুব প্ল্যান করে গোছালো কাজ করে যেতে চাই। এবছর কোনো ধরণের ঝুঁকি নিতে চাই না। সে অনুযায়ী বেছে বেছে করছি। আমার মনে হয়, বেশি কাজ করার চেয়ে মান সম্মত কম কাজ করা ভালো। কোয়ালিটি ধরে রেখে ৬ মাসে একটি কাজ হলেও আমার কোনো সমস্যা নাই।’

এদিকে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে একটির নাম ‘আজান’। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি চট্টগ্রামে এই নাটকের কিছু অংশের শুটিং শেষ হয়েছে। অন্য দুই নাটকের নাম এখনো ঠিক হয়নি। তবে দ্রুতই শুটিং শুরু করবেন বলেও জানালেন ফারিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vd61
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন