English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

দেবের পোস্টার আছে, সিনেমা নেই!

- Advertisements -

নাসিম রুমি: কলকাতার রুপালি পর্দায় বড়দিন মানেই নতুন ছবির মেলা। প্রতি বছরের মতো এবারও উৎসবের আমেজে মুক্তি পাচ্ছে বড় বাজেটের ছবি। তালিকায় শীর্ষে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি-২’। কিন্তু ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক। পোস্টার লাগানোর পরও কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোতে শো পায়নি দেবের এই ছবি।

পোস্টার আছে, শো নেই ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, হলের বাইরে ‘প্রজাপতি-২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পাচ্ছে। কিন্তু প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে দেব সেই হলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সেখানে প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসি’র পোস্টারটি তিনি ঝাপসা (ব্লার) করে দেন।

‘মাফিয়া’ তকমান পাল্টা জবাব চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ মুক্তি পাওয়ার সময় ব্যাপক বিতর্ক হয়েছিল। অভিযোগ উঠেছিল, ক্ষমতার জোরে অন্য ছবির শো কমিয়ে দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন। তখন তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন অনেকে।

বড়দিনে নিজের ছবির শো না পাওয়ার পর সেই ‘মাফিয়া’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে। কেউ বলেছে মাফিয়া, তো কেউ মেগাস্টার। অথচ দেখুন, সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পায়নি।’

হল মালিক ও পরিবেশকদের দিকে ইঙ্গিত করে দেব আরও লেখেন, ‘আশা করি সিনেমা হলের মালিকরা খুশি। কারণ তারা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে। প্রতিটি বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবেই।’

দেব নাম না নিলেও তার এই ক্ষোভ যে হল মালিকদের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে, তা স্পষ্ট। ‘মাফিয়া’ অপবাদের বিপরীতে আজকের এই অসহায় চিত্র তুলে ধরে দেব বুঝিয়ে দিলেন, ইন্ডাস্ট্রির লড়াইটা আসলে কতটা কঠিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5i2z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন