নাসিম রুমি: চলচ্চিত্রের আলোচিত ও সমলোচিত নায়িকা পরীমনি। শুধু চলচ্চিত্র নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে উঠে এসেছে তার নাম। এবার নতুন করে আলোচনায় এ নায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। এতে দেখা যায়, একজন ছেলের হাত ধরে ঘুরছেন নায়িকা। যদিও সেই ছেলেটি বিনোদন অঙ্গনের কেউ নন।
ভিডিওটির শুরুতে দেখা যায়, ছেলেটির হাত ধরে তিনি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর কাঠের একটি সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে অভিনেত্রী কিছুটা মজার ছলে কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বোঝা যায়। এ সময় তাকে বলতে শোনা যায়, আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা করো, এই প্রথম আমাদের একসঙ্গে বিদেশ ট্যুর, না? এবার আমি ঝগড়া করবোই। এই খুনসুটির মাঝেই দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। এই তালায় সাদা রঙে লেখা দু’টি নাম- পরী এবং শাওন। এতে করে বোঝা যায় ছেলেটির নাম শাওন। এরপর দু’জন মিলে হাসিমুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা। ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খেয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে তাকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। ভক্তদের ধারণা, নতুন করে আবারো কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছেন পরী।
