English

27.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

নতুন ছবিতে জুটি বাঁধছেন আমির-রাজকুমার

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা আমির খান এবং রাজকুমার হিরানির জুটি ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’ তে দর্শকদের মন মাতিয়েছেন। ২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’ এবং ব্লকবাস্টারও হয়। পাঁচ বছর পর এই জুটি আবারও ‘পিকে’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শককে।

তারপর থেকে ভক্তরা আমির খান এবং হিরানির পরবর্তী ছবির জন্য অপেক্ষায়। এবার সেই স্বপ্ন পূরণের পথে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজকুমার হিরানি ছবিটির জন্য তিনটি বিষয় নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিযেছেন। আমিরের নাযিকা চরিত্রে রাশমিকা অভিনয় করবেন। আরও অভিনয় করবেন ববি দেওয়াল ও খুশী কাপুর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। অতিথি চরিএে রযেছেন অনুল কাপুর ও মিঠুন চক্রবর্তী।

প্রতিবেদনে আরও বলা হয়, হিরানি নাকি আমির খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পর ছবিতে অভিনযের জন্য চক্তিবদ্ব হয়েছেন আমিরেরও গল্প পছন্দ হয়েছে। রাজকুমার হিরানি এবং আমির দু’জনেই নীতিগত ভাবে ছবিটির বিষয়ে একমত হয়েছেন।

আমির-রাজকুমার জুটির ছবির নাম এখনও ঠিক না হলেও, শিগগিরই মুক্তি পেতে চলেছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটি। যেখানে কমেডির ছোঁয়াও থাকবে। বর্তমানে রাজকুমার হিরানি তার ওয়েব সিরিজের কাজ শেষ করতে ব্যস্ত এরপরেই আমিরের সঙ্গে নতুন ছবির কাজ শুরু হবে চলতি মাসরের অক্টোবরে। আগামী ২০ জুন মুক্তি পাবে ‘সিতার জমিন পর’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ahfk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন