English

19 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন সংগীতশিল্পী এ আর রহমান

- Advertisements -

নাসিম রুমি: কয়েক দশক ধরে গানের সুর মোহিত করে রেখেছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এ সুরসম্রাট। ভারতীয় গণমাধ্যম উঠে এসেছে এ তথ্য।

২০২৬ সালে বড় পর্দার অন্যতম চমক হিসেবে আসছে কমেডি জনরার ছবি ‘মুনওয়াক’। এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও পরিচালক প্রভুদেবাকে। বিহাইন্ডউডস প্রোডাকশন প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন মনোজ এন এস। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মুনওয়াক’ ছবিতে এ আর রহমানকে একজন ‘রাগী পরিচালক’-এর চরিত্রে দেখা যাবে। শুরুতে তাকে শুধুমাত্র একটি গানের দৃশ্যে রাখার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তার চরিত্রের পরিধি বাড়ানো হয়। পরিচালকের প্রস্তাবে রাজি হয়ে পুরো সিনেমাতে অভিনয়ের ঝলক দেখিয়েছেন তিনি। এছাড়াও ছবির সবকটি গানে কণ্ঠও দিয়েছেন এ আর রহমান।

এ প্রসঙ্গে পরিচালক মনোজের ভাষ্য, ‘পুরো গান জুড়েই রহমান উপস্থিত থেকে এতে যোগ করেছেন এক আলাদা উষ্ণতা ও আকর্ষণ। এরপর তাঁকে যখন এই ছবিতে চরিত্র হিসেবেই আরও একটু বেশি থাকার প্রস্তাব দেওয়া হয়, রহমান সানন্দে রাজি হন। আশা করি এটি হবে এমন এক চমক, যা দর্শকেরা একেবারেই কল্পনা করেননি।’

সিনেমা প্রসঙ্গে পরিচালক মনোজ বলেন, ‘প্রভুদেবা এবং এ আর রহমানের মতো দুই কিংবদন্তিকে একসঙ্গে এক ফ্রেমে পাওয়া সত্যিই দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে অভিনেতা হিসেবে এ আর রহমানকে আবিষ্কার করা আমাদের পুরো ইউনিটের জন্য আনন্দদায়ক। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করবে।’ তিনি আরও জানান, এই ছবিতে প্রভুদেবা তার ক্যারিয়ারের অন্যতম সেরা নাচ উপহার দিয়েছেন, যার কোরিওগ্রাফি করেছেন শেখর মাস্টার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lprz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন