English

31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

নতুন লুকে ফের চমকে দিলেন পূর্ণিমা!

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। যিনি তার রূপের কারণে দুই প্রজন্মের নায়িকা হিসেবেও পরিচিত। নব্বই দশকের শেষ দিকে শুরু করেন তার ক্যারিয়ার; আড়াই দশক পেরিয়ে গেলেও এখনও সেই লাস্যময়ী হয়েই আছেন এই নায়িকা।

সামাজিক মাধ্যমে পূর্ণিমার রয়েছে ব্যাপক অনুরাগী। তাই নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন সকলে; বিশেষ করে তার অপরিবর্তিত রূপের জন্য। তাই তো পূর্ণিমার নতুন লুক দেখে ফের চমকে উঠল তার ভক্তরা।

গতকাল রাতে পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই। পরেছেন সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন কালার, সঙ্গে ওয়েভি স্টাইল। এছাড়াও তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্যও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!’

তবে ঘুরে ফিরে সেই একইরকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্যঘরে। একজন লিখেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’, আরেকজন লিখেছেন,  ‘একটুও বয়স বাড়েনি’। আবার তার লুক-স্টাইলেরও প্রশংসা করেন অনেকে।

২০০৩ সালে যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lsek
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন