English

27.8 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫
- Advertisement -

‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন

- Advertisements -

মেহের আফরোজ শাওন এবং নুসরাত ইমরোজ তিশা- দুজনই শোবিজের পরিচিত মুখ। নানামাত্রিক প্রতিভার অধিকারী এই দুই তারকা।

একটা সময় তাদের ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন শাওন। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে এখন একে অপরের থেকে অনেক দূরে।

সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সদা সরব থাকা শাওন আজ রবিবার তিশার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিশাকে ‘মুজিব একটি জাতির রূপকার’-তে অভিনয়ের বিষয়ে নিজের ভালোলাগা শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গেও তিশার বেশ কিছু ছবি সেই ভিডিওতে দেখানো হয়েছে।

ভিডিওটি শেয়ার করে শাওন তার পোস্টে তিশার নাম পর্যন্ত উচ্চারণ করেননি।

তিশাকে ‘এই মেয়েটি’ বলে সম্বোধন করে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।’

এরপর তিনি লেখেন, ‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত। আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।’

সবশেষে শাওন লিখেন, ‘‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখেছেন, ‘নাটক কম করো পিও’।’’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5u2j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন