English

27.1 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

নারী নির্মাতাদের জন্য নন-ফিকশন স্টোরিটেলিং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন

- Advertisements -

ঢাকা ডকল্যাবের উদ্যোগে Shaping your Idea into an Impactful Story প্রতিপাদ্য নিয়ে শুধুমাত্র নারী চলচ্চিত্র নির্মাতাদের জন্য ঢাকায় শেষ হলো নন-ফিকশন স্টোরিটেলিং ওয়ার্কশপ ফর ওমেন ফিল্মমেকারস – ২০২৫।

২২ মে থেকে বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি-তে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় ২৫ মে, চারদিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ জন উদীয়মান নারী নির্মাতারা।ঢাকা ডকল্যাব ২০১৭ সাল থেকে এশিয়ার প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা দের পরিচর্যা নিয়ে কাজ করে আসছে, তাদের কাজ গুলো মেন্টরশীপ, পিচিং, উপস্থাপনার মাধ্যমে দেশ বিদেশের প্রযোজকদের সাথে নির্মাতাদের সংযোগ করে দেওয়া।

ঢাকা ডকল্যাবের সেশন গুলো তে নারী নির্মাতাদের অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে ঢাকা ডকল্যাব এই নন ফিকশন স্টোরি টেলিং ওয়ার্কশপ আয়োজন করেছে, ২২ তারিখ সকাল ১০টায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তারেক আহমেদ পরিচালক ঢাকা ডকল্যাব, ফরিদ আহমেদ, চলচ্চিত্রকার ও মেন্টর, এবং লুভা নাহিদ চৌধুরী, ট্রাস্টি ঢাকা ডকল্যাব ও মহাপরিচালক বেঙ্গল ফাউন্ডেশন। কর্মশালার শুরুতেই অংশগ্রহণকারীদের পরিচিতি ও দলভিত্তিক আলোচনার মাধ্যমে শুরু হয় দিনটির কার্যক্রম।

দলভিত্তিক আলোচনায় মেন্টর হিসেবে ছিলেন তারেক আহমেদ, পরিচালক ঢাকা ডকল্যাব, ফরিদ আহমেদ চলচ্চিত্রকার ও মেন্টর, পরবর্তী তে আরো যুক্ত ছিলেন প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক এলিজাবেথ ডি কস্তা, এবং প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক হুমায়রা বিলকিস এবং ভারত থেকে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন খ্যাতনামা প্রমান্য চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নীলোৎপল মজুমদার , চার দিনের এই কর্মশালায় দুটি বিশেষ সেশন নিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজক সারা আফরিন এছারা ও ভারত থেকে যুক্ত ছিলেন আরেক স্বনামধণ্য প্রামাণ্যচিত্র পরিচালক ও প্রযোজক কোভাল ভাটিয়া, এর বাইরে এই চারদিনের ওয়ার্কশপে আরো ছিলো ওয়ান টু ওয়ান সেশন, পিচ প্রেজেন্টেশন সহ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালার শেষ দিন আজ অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের পিচ প্রেজেন্টেশনের ভিত্তিতে তিনজন ঢাকা ডকল্যাবের ২০২৫ এর আসরে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রতিযোগীরা হচ্ছেন তাইরান রাজ্জ্বাক, চিত্ত আনন্দী, সিয়াম শামস, এছারা আরো তিনজন নির্মাতা পর্যবেক্ষক হিসেবে ঢাকা ডকল্যাবের ২০২৫ আসরে অংশগ্রহণ করবেন,প্রতিযোগীরা হচ্ছেন সায়ীদা খালিদ রিতি, রাকা নোশিন নাওয়ার, হুমায়রা স্নিগ্ধা, কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়, সমাপনী বক্তব্যে লুভা নাহিদ চৌধুরী, ট্রাস্টি ঢাকা ডকল্যাব ও মহাপরিচালক বেঙ্গল ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান তিনি আরো বলেন এইরকম আয়োজন সামনে বছর গুলোতে আরো কিভাবে আয়োজন করা যায় তা আমাদের ভেবে দেখতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fxqp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন