English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফকে নিয়ে ক্ষুব্ধ ওমর সানী

- Advertisements -

নাসিম রুমি: ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ওমর সানী ও আসিফ আকবরের পাল্টাপাল্টি বক্তব্য।

গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আসিফ আকবর। অনেক ফুটবলার ও নেটিজেনদের পাশাপাশি ওমর সানীও সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।

সম্প্রতি একটি পডকাস্টে বিষয়টি ফের আলোচনায় ওঠে। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রেতা’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিজীবন নিয়েও রসিকতার সুরে সমালোচনা করেন তিনি। যদিও শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন এই গায়ক।

তবে আসিফ আকবেরর এসব মন্তব্য সহজভাবে নেননি ওমর সানী। সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় আসিফকে নিয়ে জবাব দেন।

ওমর সানী বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা একদমই গ্রহণযোগ্য নয়।”

ক্ষুব্ধ ওমর সানী বলেন, “আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।”

ভিডিও বার্তার এক পর্যায়ে ওমর সানী হাত তুলে বলেন, “হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।”

সবশেষে আসিফকে পরামর্শ দিয়ে ওমর সানী বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।”

এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। দুই তারকার মুখোমুখি অবস্থান কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4s6c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন