English

27 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

নাশকতার মামলায় মনির খানের বিচার শুরু

- Advertisements -

নাশকতার মামলায় জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের বিচার শুরু হয়েছে। নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

বুধবার মনির খানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিফন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিফন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ২৬ জুন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।’

এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আইনজীবী ফেরদৌস আক্তার ওয়াহিদা, তৌহিদুল ইসলাম প্রমুখ।

২০১৮ সালে পল্টন থানায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করে। তদন্ত শেষে ২০১৯ সালে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2etk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন