কয়েক দিন আগেই প্রযোজনায় আসার ঘোষণা দিয়েছেন তাসনিয়া ফারিণ। তাঁর প্রতিষ্ঠানের নাম ফড়িং ফিল্মস। এখান থেকে প্রথম প্রোজেক্ট হিসেবে আসবে ফারিণের গাওয়া গান। ‘মন গলবে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল।
সুর-সংগীতে ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানের পোস্টার প্রকাশ করেছেন ফারিণ। তবে কবে নাগাদ প্রকাশ করবেন, তা এখনো জানাননি। শোনা যাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গানটি উন্মুক্ত করবেন তিনি।
এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গেয়ে দারুণ সাড়া পেয়েছিলেন ফারিণ।