English

27 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

নেই স্মার্টফোন, ১৭ বছর ধরে কিপ্যাড ফোন ব্যবহার করছেন ফাহাদ ফাসিল!

- Advertisements -

অভিনয়ের বাইরে সাধারণ জীবনযাপনের জন্য দর্শকের কাছে দারুণ প্রিয় মালয়েলাম সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। সাফল্য পাওয়া সত্ত্বেও বেশ ‘ডাউন টু আর্থ’ তিনি। এই অভিনেতা কোনো স্মার্টফোন ব্যবহার করেন না, স্বভাবতই দূরে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে।

সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘মলিউড টাইমস’কে কেন্দ্র করে আয়োজন করা একটি পূজার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ।যেখানে ৪২ বছর বয়সী এই অভিনেতাকে দেখা গেছে একটি কিপ্যাড ফোন ব্যবহার করতে। ১৭ বছর ধরে একই ফোন ব্যবহার করছেন তিনি!

ফাহাদের ফোনটির ডিজাইন সাধারণ মনে হলেও এটি সাধারণ নয়। তিনি যে মডেলটি ব্যবহার করেছেন তা যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল মোবাইল ফোন কম্পানি ‘ভার্টু’ তৈরি করেছিল। ডিভাইসটি ছিল একটি অ্যাসেন্ট রেট্রো ক্লাসিক কিপ্যাড ফোন, যার দাম ১১,৯২০ মার্কিন ডলার, অর্থাৎ ১০ লাখ রুপিরও বেশি।

ভার্টুর অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, মডেলটি স্টক আউট এবং এর উৎপাদন বন্ধ আছে। এই মডেলটি ২০০৮ সালে বাজারে আসে।

কেন সোশ্যাল মিডিয়ায় ফাহাদ ফাসিল নিজের সিনেমার প্রচারণা চালান না, এমন প্রশ্নে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কখনো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। আমি আমার কলেজের দিনগুলোতে ফেসবুকে ছিলাম এবং এটুকুই।আমি সোশ্যাল মিডিয়ার চেয়ে ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পছন্দ করি। আমি সব সময় এই রকম ছিলাম এবং আমি নিজেকে পরিবর্তন করতে চাই না।’

উল্লেখ্য, ‘মলিউড টাইমস’ ছাড়াও মুক্তির তালিকায় রয়েছে ফাহাদ ফাসিলের ‘মারিসান’, ‘ওদুম কুথিরা চাদুম কুথিরা’, ‘কারাতে চন্দ্রন’ এবং ‘প্যাট্রিয়ট’ সিনেমাগুলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3sf1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন