English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

পঞ্চনারীর মনোমুগ্ধকর অভিনয়

- Advertisements -

নাসিম রুমি: ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু নারীকেন্দ্রীক সিনেমা নির্মিত হয়েছে। এসব সিনেমার কোনোটি প্রেক্ষাগৃহে, কোনোটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করে নজর কেড়েছেন বেশ কজন অভিনেত্রী। নজরকাড়া পাঁচ অভিনেত্রীরা হলেন

বিদ্যা বালান
বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। গত ১ নভেম্বর মুক্তি পায় এ সিনেমার তৃতীয় কিস্তি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করেন আনিস বাজমি। দীর্ঘ ১৭ বছর পর ‘মঞ্জুলিকা’ হয়ে এ সিনেমায় হাজির হন বিদ্যা বালান। এ সিরিজে ফিরেই যেমন ভয় দেখিয়েছেন, তেমনি মুগ্ধ করেছেন বিদ্যা। ভয়, শক্তির মিশ্রণে তার অভিনয় ছিল অসাধারণ। সিনেমাটিতে ‘আমি যে তোমার’— শিরোনামের গানে মাধুরী দীক্ষিতের সঙ্গে বিদ্যা বালানের নৃত্য বিশেষভাবে স্মরণীয়।

শ্রদ্ধা কাপুর
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। পর্দায় শ্রদ্ধা কাপুরের সীমিত উপস্থিতি থাকলেও নিজেকে আলাদা করতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। হাস্যরস ও ভৌতিক আবহ তার চরিত্রকে কৌতুহলপূর্ণ করে তুলেছে; যা দর্শক ভুলতে পারবেন না।

পরিণীতি চোপড়া
ইমতিয়াজ আলী নির্মিত সিনেমা ‘অমর সিং চমকিলা’। পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনী এটি। গত ৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে অমর সিং চমকিলার স্ত্রী অমরজোত কৌরের চরিত্রে অভিনয় করেন পরিণীতি চোপড়া। দক্ষতার সঙ্গে চরিত্রটি হৃদয়গ্রাহী করে তুলেছেন এই অভিনেত্রী। চরিত্রটিতে লুকিয়ে থাকা সংগ্রাম, প্রাণোচ্ছলতা যেভাবে রূপায়ন করেছেন পরিণীতি চোপড়া, তাতে নির্দ্বিধায় বলা যায়, এটি তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।

দীপিকা পাড়ুকোন
তেলেগু ভাষার তারকাবহুল সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমা গত ২৭ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে আলিয়াস সুমথি চরিত্রে অভিনয় করেন মুগ্ধতা ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। পর্দায় তার দুর্দান্ত উপস্থিতি, শক্তিশালী অভিনয় সায়েন্স-ফিকশন ঘরানার সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে।

রাশমিকা মান্দানা
মূল্যবান লালচন্দন গাছ চোরাচালানের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘পুষ্পা টু’ সিনেমা কাহিনি। সিনেমাটিতে ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে; তাবড় তাবড় তারকাদের সিনেমার রেকর্ডও ভেঙেছে এটি। ‘পুষ্পা টু’ সিনেমায় শ্রীবল্লী ‍রূপে এখনো প্রেক্ষাগৃহে দ্যুতি ছড়াচ্ছেন রাশমিকা মান্দানা। তার স্বভাবজাত ও আবেগময় পারফরম্যান্স সিনেমাটির চমৎকার গল্পের পরিপূরক। অভিনেত্রী হিসেবে তার বিকাশ, ভূমিকা বিশেষভাবে নজর কেড়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e07r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন