English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

পরিচালনায় কিরণ, প্রযোজনায় সাবেক স্বামী আমির

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের অনেক তারকা দম্পতিকে বিচ্ছেদের পরও পারস্পরিক শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ বজায় রাখতে দেখা গেছে। উদাহরণ হিসেবে আরবাজ খান-মালাইকা আরোরা, হৃতিক রোশন-সুজান খান কিংবা আমির খান-কিরণ রাওয়ের কথা বলা যেতে পারে।

দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ হলেও, বন্ধুত্বের সম্পর্কে ছিড় ধরেনি তাদের। আমির খান-কিরণ রাও এমন সম্পর্কের বিষয়টি এবার আবারও তুলে ধরলেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন একটি সিনেমা পরিচালনা করছেন কিরণ রাও। এ কাজে সাবেক স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আমির খান। কিরণের নতুন সিনেমার প্রযোজক তিনিই।

শনিবার (৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে কিরণ রাওয়ের নতুন সিনেমা ‘লাপাত্তা লেডিস-এর টিজার। বউ হারানোর মতো ব্যতিক্রমী এক গল্প এ সিনেমায় তুলে ধরেছেন কিরণ। সিনেমাটি যে কমেডি মোড়া গল্পে সামাজিক বার্তা দেবে তা ফুটে উঠেছে টিজারেই। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ৫ জানুয়ারি।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন আমির খান। প্রেম করে পাশের বাসার মেয়ে রিনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ২০০২ সালেই তাদের বিচ্ছেদ হয়।

‘লগান’ সিনেমার সেটে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। কিন্তু ২০২১ সালে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আকস্মিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। সেসময় এক যৌথ বিবৃতি আমির-কিরণ জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। এমনিক সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা।

বর্তমানে সাবেক দুই স্ত্রীর সঙ্গেই আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/akof
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন