দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ভারতের সিনেমাতেও তার অবাধ বিচরণ। তারই ধারাবাহিকতায় জয়া এবার অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার নির্মাতা শিলাদিত্য মৌলিকের ‘ছেলেধরা’ সিনেমায়। সম্প্রতি এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
তারা জানিয়েছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়াকে। তবে এবার আর নায়িকা হিসেবে নয়, একজন মাদকাসক্ত মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে জয়া ছাড়াও অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ অনেকেই। অক্টোবরে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এতে যুক্ত হওয়ার কথা নিশ্চিত করে জয়া আহসান জানিয়েছেন, অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাচ্ছেন।
গল্প প্রসঙ্গে নির্মাতা শিলাদিত্য মৌলিক জানিয়েছেন, সিনেমাটির গল্প অপহরণকে কেন্দ্র করে। এর গল্পে মানুষের জীবন কীভাবে আবর্তিত হয় আর তাদের ব্যক্তিগত দুর্বলতা দেখানো হবে। সিনেমার সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।
এর আগে, নির্মাতা শিলাদিত্য মৌলিক ‘সোয়েটার’ নির্মাণ করে বেশ আলোচনায় আসেন। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে ‘হৃদপিণ্ড’ শিরোনামের আরও একটি সিনেমা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dl97
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন