English

30.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
- Advertisement -

পাঠানের মুক্তি পেছাতে সংবাদ সম্মেলনের ডাক

- Advertisements -

নাসিম রুমি: ‘পাঠান’র মুক্তি পেছাতে সংবাদ সম্মেলনের ডাক আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত শাহরুখ খান অভিনীত বলিউডের চলচ্চিত্র ‘পাঠান’। কিন্তু এই মুহুর্তে পাঠান সিনেমা দেশে মুক্তি দেওয়া হলে ক্ষতির মুখে পরবে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমা।

পরিচালক-প্রযোজক ও সংশ্লিষ্টরা এমনটিই মনে করছেন। এমন আশঙ্কা থেকে ‘পাঠান’ মুক্তি পেছাতে রোববার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঈদে মুক্তি প্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক।

ইতোমধ্যেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ পেছাতে আহ্বান জানিয়েছেন প্রযোজক-পরিচালক ও শিল্পীরা।

তারা এ মুহূর্তে উপমহাদেশীয় সিনেমার আমদানি পিছিয়ে দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর আহ্বান জানিয়েছেন। তাদের এমন আহ্বানে প্রদর্শক সমিতির নেতারাও সায় দিয়েছেন।

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে দেশে ইতোমধ্যে ঈদ উপলক্ষে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ ,‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘আদম’, ‘পাপ’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cerx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন