নাসিম রুমি: ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতে দাপুটে অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপামর বাংলা ছবির দর্শক।
সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত তার আসন্ন হিন্দি ছবি ‘মালিক’-এর সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ, পরিচালক পুলকিত এবং অভিনেতা রাজকুমার রাওসহ ছবির পুরো টিমের সাথে মঞ্চ ভাগ করে নেন। এই ছবিতে একদিকে প্রসেনজিৎ এবং অন্যদিকে বাংলার জামাই রাজকুমার রাওকে দেখা যাবে যা দর্শকদের মধ্যে ইতোমধ্যেই দারুণ কৌতূহল সৃষ্টি করেছে।
সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ তার অনুজ রাজকুমার রাও এবং পরিচালক পুলকিতের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি তখন মুম্বাইতে অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তখনই আমার কাছে এই ছবির জন্য ফোন আসে।’
‘এরপর পুলকিতের সঙ্গে দেখা করি। তার ছবির গল্প বলার ধরন এবং কাজের প্রতি ভালোবাসা দেখে মনে হয়েছিল, ও প্রমাণ করে দেবে ও কোন মাপের পরিচালক। তিরিশ মিনিট আলাপচারিতার পর আমি বলি যে আমি কাজটা করছি।’
তার কথায়, ‘আমি অনেক পুলিশের চরিত্রে অভিনয় করেছি। বিশেষ করে ‘বাইশে শ্রাবণ’ ও ‘দশম অবতার’-এর প্রবীর রায়চৌধুরী হলো তার মধ্যে কাল্ট চরিত্র। দর্শক আমাকে এই দুই ছবির পুলিশের চরিত্রের জন্য আজও মনে রেখেছে। আমার মনে হয়, এই চরিত্রটাও সেরকম একটা পুলিশের চরিত্র। এতেও বহু চমক আছে। কিন্তু এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, পুরো ছবির মতোই এই চরিত্রটাতেও বহু টুইস্ট থাকবে।’
রাজকুমার রাও প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘রাজকুমারের কথা না বললেই নয়। ভীষণ ভালো একজন অভিনেতা বরাবর আমাদেরকে তার অভিনয়ের মাধ্যমে গর্বিত করেছে। এবারও তার চরিত্রে মন দিয়ে অভিনয় করেছে।’