English

28 C
Dhaka
সোমবার, মে ২৬, ২০২৫
- Advertisement -

প্যারিসের রাস্তার ফুটবল খেলোয়াড় থেকে কানের সেরা অভিনেত্রী

- Advertisements -

নাসিম রুমি: প্রথম চলচ্চিত্রেই বাজিমাত করলেন ২৩ বছর বয়সী আলজেরিয়ান অভিনেত্রী নাদিয়া মেল্লিতি। যিনি একজন ফরাসি ছাত্রী এবং অপেশাদার ফুটবল খেলোয়াড়। প্যারিসের রাস্তায় বন্ধুদের সথে যাকে ফুটবল খেলতে দেখা যেত। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। নাদিয়া হলিউড তারকা জেনিফার লরেন্স এবং এলি ফ্যানিংকে হারিয়ে এই পুরস্কার জিতে নেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় কান উৎসবের প্যালেস দে ফেস্টিভ্যালের মঞ্চে নাদিয়ার হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনয় জগতে সম্পূর্ণ নবাগত নাদিয়া মূল চরিত্রে অভিনয় করেছেন ‘লা পেটিট ডের্নিয়ে’ চলচ্চিত্রে, যার ইংরেজী নাম ‌‘দ্য লিটল সিস্টার’। সিনেমাটি পরিচালনা করেছেন হাফসিয়া হার্জি। এটি ফাতিমা দাসের ২০২০ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক কাহিনী অবলম্বনে হাফসিয়া নির্মিত তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার গল্পে নাদিয়া ১৭ বছর বয়সী ফিলোসফির ছাত্রী ফাতিমার চরিত্রে অভিনয় করেছেন। যিনি শহরতলীতে বাস করা প্যারিসের একজন মুসলিম মেয়ে। যিনি তার পরিচয় এবং ধর্ম নিয়ে লড়াই করছেন। নিজের লিঙ্গহীনতা নিয়ে লজ্জিত এবং তা পরিবারের কাছে প্রকাশ করেন না। ধীরে ধীরে তিনি নতুন সম্পর্ক গড়ে তোলেন। নিজের যৌনতা আবিষ্কার করেন ও প্রেমে পড়েন।

ফাতিমার চরিত্রে অভিনয় করেই সেরার পুরস্কার জেতেন নাদিয়া। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি কেঁদে ফেলেন এবং বলেন, ‘এখন আমার ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে, আমি এটা বর্ণনা করতে পারছি না কিন্তু এটা সত্যিই অসাধারণ।’

বিশেষ করে তার মাকে ধন্যবাদ জানিয়ে নাদিয়া বলেন, ‘ধন্যবাদ মা। ​​আমি জানি তুমি দেখছো এবং আমি আশা করি তুমি খুব গর্বিত এবং খুশি।’

আমি যখন ছোট ছিলাম তখন আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। আমি আজও তা করি,’ যোগ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সেই খেলাটি বেছে নিতে চেয়েছিলাম, যেটা সচরাচর পুরুষেরা খেলে এবং যে খেলায় পুরুষদের বেশি প্রতিনিধিত্ব করা হয়।’

‘দ্য লিটল সিস্টার’ সিনেমার শেষ দৃশ্যে তাকে বারবার ফুটবল মাথায় নিয়ে দক্ষতা প্রদর্শন করতে দেখা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন