English

28.1 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫
- Advertisement -

প্রয়োজন ছাড়াই পরতে হত অদ্ভুত পোশাক, খেতে হত চুমু: জারিন

- Advertisements -

বলিউড অভিনেত্রী জারিন খানের উত্থানের পর অনেকেই তার চেহারার সঙ্গে খুঁজে পেয়েছিলেন ক্যাটরিনা কাইফের মুখের মিল। কিন্তু মুখের মিল থাকায় তা যে তার ক্যারিয়ার তৈরিতে খুব সাহায্য করেছিল এমনটা নয়।

রীতিমতো তাকে নানা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে।

অভিনেত্রীও নিজের পায়ের তলার জমি শক্ত করতে ছিলেন বদ্ধপরিকর। তবে তিনি নানা চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেও তার কাছে এসেছে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব। হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, সিনেমাতে সেভাবেই তাকে পেয়েছেন দর্শক। যা তিনি নিয়মিত করতে চাননি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে বলিউডে কাজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন জারিন। তিনি জানান, তার কাছে একটা সময়ের পর শুধুই ঘনিষ্ঠ দৃশ্য আছে এমন সিনেমাতেই অভিনয়ের সুযোগ আসে।

জারিন বলেন, আমার কাছে যখন ‘আকসার ২’ সিনেমার প্রস্তাব আসে তখন আমি খুবই খুশি হয়েছিলাম। মনে হয়েছিল যে আমি একটি হিট সিনেমার সিক্যুয়েলের অংশ হতে চলেছি। পরিচালক জানিয়েছিলেন যে, এতে অন্তরঙ্গ মুহূর্ত সেই অর্থে থাকবে না। শুটিং শুরু হওয়ার পর আমি দেখি ঠিক উল্টোটা হচ্ছে। প্রথমে চুমুর দৃশ্য ও তারপর একের পর এক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং হয়েই চলছে। যা আমার অস্বাভাবিক লাগে। আমি প্রতিক্রিয়া জানাই এরপর।

পরিচালক সম্পর্কে জারিন আরও বলেন, পরিচালক এ নিয়ে প্রযোজকদের সামনে কোনও কথাই বলতে পারতেন না। তিনি আমাকে বলতেন যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তার ওপর চাপ রয়েছে। আর এই কারণে যেখানে দরকার নেই আমাকে সেই দৃশেও চুমু খেতে হয়েছে। যেগুলোর কোনও প্রয়োজন ছিল না। এমনকি এত অদ্ভুত কিছু পোশাক পরতে দিত। এরপর ওরা হঠাৎই আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করে।

সিনেমার শুটিংয়ে নানা আপত্তি তোলার পর সেই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পর্যন্ত পাননি বলে জানান জরিন। উল্টো প্রচার হয় এই অভিনেত্রীর সঙ্গে কাজ করা নাকি কঠিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hnqz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন