English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

প্রেমের বাঁধনে বলিউড ও পাকিস্তান, আলোচনায় যারা

- Advertisements -

নাসিম রুমি: ভালোবেসে সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন তাজমহল। ভালোবাসা চিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সীমান্তের কাঁটাতার দুইজনের ভালোবাসার মধ্যে ফাটল ধরাতে পারে না। তেমনই ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা থাকলেও ভালোবাসার মধ্যে বাঁধ হতে পারেনি। ভালোবাসার টানে ঘর ছেড়েছেন কত নারী-পুরুষ।

সীমান্তে অস্ত্রের ঝনঝনানি তারপরও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সুস্মিতা সেন থেকে বিপাশা বসু, রণবীর কপূর, সোনালি বেন্দ্রে— বলিপাড়ার এমন বহু তারকা রয়েছেন, যাদের নাম জড়িয়েছে পাকিস্তানের ক্রিকেটার থেকে অভিনেতাদের সঙ্গে। আজকে জেনে নেওয়া যাক তাদের প্রেম সম্পর্কে অজানা তথ্য।

রেখা-ইমরান খান:

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান মাঠের খেলায় ক্রিকেট প্রেমীদের মন জয় করেছিলেন। সেই সময় অনেক নারী হৃদয়ে হিল্লোল তোলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার বাড়িতে নিয়মিতই যাতায়ত ছিল ইমরানের।

সে কারণে বলিপাড়ার অন্দরমহলে ফিসফাস শুরু হয়, রেখা এবং ইমরান প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি ক্রিকেটারের সঙ্গে অভিনেত্রীর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, সেই জল্পনাও ছড়িয়ে পড়ে। পরে অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে দুই তারকার সম্পর্ক নিয়ে জলঘোলা থেমে যায়।

সোনালি বেন্দ্রে-শোয়েব আখতার:

পাকিস্তানি ক্রিকেটের তারকা বোলার শোয়েব আখতারের আগ্রাসী মনোভাব প্রতিপক্ষের মনে ভয়ে কম্পন্ন তৈরি করত। বাইশ গজের ক্রিকেটে বলের গতিতে বিপক্ষ দলের ব্যাটারের ইউকেটে ভেঙে, এক সময় অভিনেত্রী সোনালি বেন্দ্রের মনের দরজা ভেঙতে চেয়েছিলেন। সেই সময় শোয়েব বলেছিলেন, ‘তার প্রেমের প্রস্তাব অভিনেত্রী ফিরিয়ে দিলে সোনালিকে অপহরণ করে নিয়ে যাবেন।’

জনপ্রিয় এ ক্রিকেটারে প্রেমের কথা বহু চর্চিত হলেও, অভিনেত্রী কখনও আগ্রহ দেখাননি। তবে শোয়েব অভিনেত্রীকে ভালোবাসতেন। তাকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে এ বিষয় কখনও মুখ খোলেননি অভিনেত্রী।

সুস্মিতা সেন-ওয়াসিম আকরাম:

২০০৮ সালে একটি রিয়্যালিটি শোয়ের সেটে ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম সঙ্গে দেখা সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। সেই সময় সুস্মিতা এবং ওয়াসিম দুইজন ওই শোয়ের বিচারকের আসনে ছিলেন। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্বের।

স্ত্রীর মৃত্যুর পর অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের বন্ধুত্ব আরও গভীর হয়। দুইজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেতে শুরু করে। বলিপাড়ার একাংশের দাবি, দুই তারকা সম্পর্কে ছিলেন। তবে অভিনেত্রী বলেছিলেন তাদের প্রেমের সম্পর্ক শুধুমাত্র গুঞ্জন।

সালমান খান-সোমি:

সালমান খানকে বিয়ে করবেন বলেই অভিনয় জগতে পা রাখেন পাকিস্তানি অভিনেত্রী সোমি। বলিউড ভাইজানের সঙ্গে নাকি সঙ্গীতা বিজলানির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় বাঁধ সাধে সোমির সঙ্গে পরকীয়া সম্পর্ক। সোমি-সালমানের প্রেমের কথা জানাজানি হলে অভিনেতার বিয়ে ভেঙে যায়। প্রায় ৮ বছর সম্পর্কে ছিলেন পাক-ভারতীয় তারকা জুটি। তবে কেন তাদের পরিণয় হয়নি তা আজও অজানা।

মুনমুন সেন-ইমরান খান:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের ইনসুইং ইয়র্কারের ভক্ত নন, এমন ক্রিকেট অনুরাগী কমই আছেন। পুরুষের পাশাপাশি নারী অনুরাগীর সংখ্যা কম নয়। তাদের মধ্যে রয়েছেন বলিউডের বহু নায়িকাও। যাদের মধ্যে অন্যতম ছিলেন মুনমুন সেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ps9d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন